ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পেলেন ল্যাঙ্গার   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৩ মে ২০১৮ | আপডেট: ২১:১৫, ৩ মে ২০১৮

অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলো জাস্টিন ল্যাঙ্গারকে। এর আগে বল টেম্পারিং এর ঘটনায় কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান ড্যারেন লেম্যান। তখনই আলোচনায় চলে আসেন পরবর্তী কোচ হিসেবে ল্যাঙ্গারের নাম। শেষ পর্যন্ত তার হাতেই তুলে দেওয়া হলো এই গুরু দায়িত্ব। 

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ল্যাঙ্গারকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত। আশা করি এই দলকে তিনি সাফল্য এনে দেবেন। তাঁর ওপর আামদের সে আস্থা আছে।’

অবশ্য এর আগেও দলটির সহকারী কোচের দায়িত্ব পলন করেছেন ল্যাঙ্গার। একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন কোচও ছিলেন তিনি। বিগ ব্যাশের দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কর্চার্সের কোচও ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১০৫ টেস্ট খেলে ৭ হাজার ৬৯৬ রান করেন ল্যাঙ্গার। ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ে যুক্ত হন তিনি।

এসি

 

   

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি